সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি মাঠে গড়ায় শনিবার সকাল সাড়ে ৯টায়।
টস হেরে বোলিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হল দুর্দান্ত। দুই পেসার ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহী তো প্রথম চার ওভারে কোনও রানই দিলেন না। দুটি করে মেডেন ওভার দুজনের।
ইবাদতের করা পঞ্চম ওভারে গিয়ে রানের দেখা যায় জিম্বাবুয়ে। সেটিও ওয়াইড থেকে। সে ওভারে ১ রানই খরচ করেন ইবাদত। রাহী পরের ওভারেও নেন মেইডেন। ৬ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল তাই মাত্র ১।
জিম্বাবুয়ে প্রথম বাউন্ডারি পায় সপ্তম ওভারে। ইবাদতের করা ওভারের প্রথম বলটিই চারে পরিণত করেন প্রিন্স মাসভাউরে। তবে পরের ওভারেই উইকেট হারিয়েছে অতিথিরা।
আবু জায়েদ রাহী নিজের প্রথম শিকার বানিয়েছেন কেভিন কাসুজাকে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।
রাহীর ভেতরে ঢোকা বল কাসুজার ব্যাটের বাইরের কানায় লেগে গালিতে যায়। যেটি তালুবন্দী করতে ভুল করেননি নাঈম হাসান। ২৪ বল খেলে মাত্র ২ রান করেছেন কাসুজা।
বিডি প্রতিদিন/কালাম