বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্কার ব্রুজোনের দল।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটেই সাফল্যের দেখা পায় বসুন্ধরা কিংস। মোহাম্মদ ইব্রাহিমের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক ড্যানিয়েল কলিন্দ্রেস। পরে ৩৮তম মিনিটে আকুবির টুরায়েভের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে বিপলু আহমেদের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাসের পর দারুণ ফিনিশংয়ে ব্যবধান দ্বিগুণ করেন বসুন্ধরার বখতিয়ার দুইশবেকভ।
পরে কোনো দলই আর গোলের দেখা না পেলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম/মাহবুব