সেমিফাইনাল না খেলেই সরাসরি চলতি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল খলতে পারে ভারত। তেমন সম্ভাবনা রয়েছে পুরোদস্তুর। আইসিসি নারী ক্রিকেটের এই ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন বদলাতে রাজি না হওয়ায় ভারতের সামনে সুযোগ থাকছে শেষ চারে ইংল্যান্ডের চ্যালেঞ্জ না সামলেই ফােইনালে জায়গা করে নেওয়ার।
মূলত বৃহস্পতিবার সিডনিতে ভারি বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। ফলে দুই সেমিফাইনাল মন্দ আবহাওয়ায় ভেস্তে যাওয়ার সম্ভাবনা উঁকি দিতে শুরু করেছে। এর আগেও চলতি টুর্নামেন্টের একাধিক ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে।
সেমিফাইনাল যদি বৃষ্টিতে ধুয়ে যায়, তবে নিয়ম অনুযায়ী দু’টি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে সেমিফাইনাল না খেলেই ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালের টিকিট পকেটে পুরতে পারে। অর্থাৎ বৃষ্টির জন্য সেমিফাইনাল খেলা না হলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে ইংল্যান্ড ও আয়োজক অস্ট্রেলিয়াকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিডনিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। একই দিনে এবং সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হবে দ্বিতীয় সেমিফাইনাল।
বিডি-প্রতিদিন/শফিক