শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হলেও ২ ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫ রানে পরাজিত করল ক্যারিবিয়ানরা।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তোলে। হাফসেঞ্চুরি করেন ওপেনার লেন্ডল সিমন্স। ব্যাট হাতে কার্যকরী অবদান রাখেন ব্রেন্ডন কিং, আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ডরা।
জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার টপ অর্ডার ওশেন থমাসের আগুনে বোলিংয়ে ঝলসে যায়। বিপর্যয় রোধ করে কুশল পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা পাল্টা লড়াই চালালেও দলকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তাদের প্রয়াস। শ্রীলঙ্কা ১৯.১ ওভারে ১৭১ রানে অল-আউট হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে সিমন্স ৫১ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া কিং ২৫ বলে ৩৩, পুরান ১২ বলে ১৪, রাসেল ১৪ বলে ৩৫ ও পোলার্ড ১৫ বলে ৩৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে। প্রথম ৫টি উইকেটই নেন থমাস। যদিও তাকে ৪ ওভারের কোটা পূর্ণ করার সুযোগ দেননি ক্যাপ্টেন পোলার্ড। কুশল পেরেরা ৩৮ বলে ৬৬ ও হাসারাঙ্গা ৩৪ বলে ৪৪ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন থমাস।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ