অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ক্রিকেটার পঞ্চগড়ের সন্তান শরিফুলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে মোটরসাইকেল বহরে ক্রিকেটার শরিফুল ইসলামকে গ্রামের বাড়ি দেবীধস উপজেলার মৌমারী থেকে নিয়ে আসা হয়। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেসি, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, শরিফুলের বাবা দুলাল মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন