মুজিব শতবর্ষ উপলক্ষে গাজীপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ইয়ুথ প্রিমিয়ার লীগ বঙ্গবন্ধু ওয়াইপিএল সিজন-৭ এর ক্রিকেটের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ উপলক্ষ্যে গাজীপুর ইয়ুথ ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: তৌহিদুল ইসলাম দীপের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো: সিরাজুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাসুদ রানা এরশাদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর মহানগর যুবলীগ নেতা মীর ওসমান গনি কাজল, গাজীপুর ইয়ুথ ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ।
খেলায় গজারিয়াপাড়া কিংস ৭ উইকেটে দীপেঞ্জার্স কে পরাজিত করে। প্রথমে ব্যাটিং করে গজারিয়াপাড়া কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান করে। জবাবে ব্যাটিং করতে নেমে দীপেঞ্জার্স ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করে। টুর্নামেন্টে ১০টি ক্রিকেট টিম অংশগ্রহণ করে। পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার