ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির নতুন কোচের দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার পেশোয়ার জালমি তাদের নতুন কোচের নাম ঘোষণা করেন। স্যামি বর্তমানে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
জানা যায়, মোহাম্মদ আকরামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন স্যামি। আকরাম পেশোয়ার জালমির পরিচালকের দায়িত্ব পালন করবেন।
২০১৬ সালে শহীদ আফ্রিদি জালমির অধিনায়কত্ব ছেড়ে দিলে ড্যারেন স্যামি অধিনায়কত্বের দায়িত্ব নেন। গত মৌসুমে তার নেতৃত্বেই পিএসএলের ফাইনাল খেলে পেশোয়ার জালমি।
উল্লেখ্য, স্যামি কিছু দিন আগে পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিলেন। আগামী মাসে তার পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ