তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যা অধিনায়ক মাশরাফিরও শেষ ম্যাচ। এদিকে, এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে শুক্রবারের ম্যাচটা জিতে শেষটা ভালো করতে চায় জিম্বাবুয়ে। আর ম্যাচটি অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ হওয়ায় তাদের জন্যও বিশেষ কিছু। এমনটাই জানিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার তিনোতেন্দা মুতুমবোজি।
তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা জেতার জন্য খেলি। দ্বিতীয় ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি ছিল। তবে আমরা শেষটা ভালো করতে চাই। অবশ্য ভালো করাটা নির্দিষ্ট দিনের উপর নির্ভর করে। কোনোদিন হয়তো আপনি ভালো বল করতে পারবেন। কোনোদিন হয়তো খারাপ বোলিং করবেন। এটাকে আমরা স্বাভাবিক হিসেবেই নিচ্ছি। দ্বিতীয় ম্যাচের পর অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা ওই ম্যাচে খুব ভালো খেলেছি। যদিও জয়টা ছিনিয়ে নিতে পারিনি।’
তার সময়ের আর দশটা ক্রিকেটারের মতো মুতুমবোজিও মাশরাফির খেলো দেখে বড় হয়েছেন। টেলিভিশনে মাশরাফিকে খেলতে দেখেছেন। অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচে খেলতে পারাটা তাদের জন্য সম্মানের মনে করছেন এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘এই ধরনের ম্যাচ খেলাটা আসলে সম্মানের। আমি তাকে দেখে দেখে বড় হয়েছি। টেলিভিশনে খেলতে দেখেছি। বাংলাদেশের জন্য সে অনেক কিছু করেছে। আমি নিশ্চিত বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখেছে। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ। এমন ম্যাচে তার বিপক্ষে খেলাটা বিশেষ কিছু আমাদের জন্য।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ