জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় শুক্রবার বেলা ২টায়। এই ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে নামলেন মাশরাফি বিন মর্তুজা। আর নেতৃত্ব দেওয়ার শেষ ম্যাচে টস হেরেছেন তিনি। তবে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকে জিম্বাবুয়ে বোলারদের পেটাতে থাকেন লিটন দাস। অপরপ্রান্তে ধীরগতিতে ব্যাট করছেন তামিম। আট ওভার চার বলে দুজনে গড়েন ৫০ রানের জুটি। আর প্রথম পাওয়ার প্লে অর্থাৎ ১০ ওভার শেষে স্কোরবোর্ডে তোলে বিনা উইকেটে ৫৩ রান।
এরপ হাফসেঞ্চুরি তুলে নেন লিটন দাস। এটি তার ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। লিটনের পর হাফসেঞ্চুরি করেন তামিম ইকবালও। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে বিনা উইকেটে ১৩৭ রান। উইকেটে আছেন তামিম ইকবাল (৬৩) এবং লিটন দাস (৭৪)।
জিম্বাবুয়েকে আগের দুই ম্যাচে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতলেই শন উইলিয়ামস-ব্রেন্ডন টেইলরদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা। এ ম্যাচে দারুণ এক রেকর্ড গড়ার হাতছানি বিদায়ী নেতার সামনে। এটি জিতলেই দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয় করবেন মাশরাফি বিন মর্তুজা।
এই ম্যাচে ৪টি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, আল আমিন, এবং নাজমুল হোসেন শান্ত'র বদলে দলে ঢুকেছেন সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং ওয়ানডে অভিষেক হচ্ছে মোহাম্মদ নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব'র!
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ