লিটন দাসের ব্যাটিং মানেই সবুজ গালিচায় ফুল ফুটানোর কাজ! সেই কাজ আজ আরও একবার করে দেখালেন এই ওপেনিং ব্যাটসম্যান।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। যেটি তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
লিটন দাস ওয়ানডে ক্যারিয়ারে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম সেঞ্চুরি করেন। এরপর গত ১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে করেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। পরে ৩ মার্চ একই প্রতিপক্ষের বিপক্ষে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন লিটন।
আজ সিরিজের শেষ ম্যাচে ফের তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১১৪ বলে ১৩টি চারের মারে সেঞ্চুরিতে পৌঁছান লিটন দাস।
শুধু সেঞ্চুরিতেই পৌঁছানো নয়, লিটন দাস ওয়ানডে ক্যারিয়ারে এক হাজার রানের মাইলফলকেও পা রেখেছেন আজ। ৩৬ ম্যাচে এই মাইফলক ছুঁলেন তিনি। তার সঙ্গে তামিম ইকবাল ৭৯ রানে ব্যাট করছেন। বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে ১৮২ রান। বৃষ্টিতে খেলা সাময়িক বন্ধ আছে।
বিডি প্রতিদিন/আরাফাত