বৃষ্টির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বৃষ্টি বাগড়া দেওয়ার আগেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার লিটন দাস। সেঞ্চুরির কাছাকাছি আরেক ওপেনার তামিম ইকবালও। ওপেনিং জুটি এখনও অবিচ্ছিন্ন ১৮২ রানে। যা ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ রানের ওপেনিং জুটিও। লিটন ১০২ আর তামিম ৭৯ রানে অপরাজিত আছেন, এমন সময়ে ঝরঝরিয়ে নেমেছে বৃষ্টি। ৩৩.২ ওভার খেলা হওয়ার পর হঠাৎ বৃষ্টিতে ম্যাচ বন্ধ।
১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ওপেনিং জুটিতে ১৭০ রান করেছিল শাহরিয়ার-মেহরাব জুটি। এবার ২১ বছর পর সেই রেকর্ড নিজেদের নামের পাশে লিখিয়ে নিলেন তামিম-লিটন। ভেন্যু ভিন্ন হলেও একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ওপেনিং জুটিতে এই রেকর্ড গড়েন তারা।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের ইতি টানবেন মাশরাফি। এছাড়া ম্যাচটি জিতলে বাংলাদেশের প্রথম অধিনাযক হিসেবে ৫০তম ওয়ানডে ম্যাচ জয়ের স্বাদ পাবেন ‘নড়াইল এক্সপ্রেস’।
বিডি-প্রতিদিন/মাহবুব