সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের সামনে ৩২৩ রানের পাহাড়সম টার্গেট দাঁড় করিয়েছে বাংলাদেশ, যা করতে হবে ৪৩ ওভারে। আর এই রান সংগ্রহের পথে সেঞ্চুরি করেছেন দুই ওপেনার নাম তামিম ইকবাল ও লিটন দাস। তবে তামিম ইকবালের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিকে ম্লান করে দিয়েছেন লিটন দাস।
তামিমের রেকর্ড ভেঙে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কার্ল মাম্বার বলে সিকান্দার রাজার হাতে বন্দী হওয়ার আগে ১৪৩ বলে ১৬ চার ও ৮ ছক্কায় ১৭৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন লিটন।
শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৩ উইকেট হারিয়ে ৩২২ সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৯ বলে ৬ ছয় ও ৭ চারের সাহায্যে ১২৮ রানে অপরাজিত থাকেন তামিম।
বিডি-প্রতিদিন/মাহবুব