ক্যারিয়ার সেরা ইনিংসে খেলে ফেললেন লিটন দাস। এটা শুধু নিজের নয়, দেশের হয়েও ওয়ানডেতে সেরা ইনিংস। আর এতেই ইতিহাসের পাতায় যোগ হলো নতুন এক রেকর্ড।
১৪৩ বল খেলে ১৬টি চার ও ৮টি দৃষ্টিনন্দন ছক্কার সাহায্যে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেন লিটন। এর আগের ম্যাচে নিজের পুরোনো রেকর্ড ভেঙে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। দুই দিনের ব্যবধানে দেশ সেরা এ ওপেনারের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস।
জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিটন দাসকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে রেকর্ড ২৯২ রানের জুটি গড়েন তামিম ইকবাল। দেশের হয়ে যে কোনো উইকেটে জুটির রেকর্ড গড়ার পথে তামিম ও লিটন দুজনেই তুলে নেন সেঞ্চুরি।
প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ফের যখন খেলা শুরু হয় তখন ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৪৩ ওভারে। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩২২ সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৯ বলে ৬ ছয় ও ৭ চারের সাহায্যে ১২৮ রানে অপরাজিত থাকেন তামিম।
বিডি প্রতিদিন/আরাফাত