শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৩ উইকেট হারিয়ে ৩২২ সংগ্রহ করেছে বাংলাদেশ। তবে জিততে হলে তারচেয়ে ২০ রান বেশি করতে হবে জিম্বাবুয়েকে। অর্থাৎ ‘কার্টেল ওভারের ম্যাচ’ হওয়ায় শন উইলিয়ামসদের টার্গেট এখন ৩৪২ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
শুরুতেই মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফ উদ্দীনের তোপে ২ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার টিনাশে কামুনহুকামউইকে (৪) সাজঘরে ফেরান অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে নামা ‘ম্যাশ’। সাইফউদ্দীন তুলে নেন ব্রেন্ডন টেইলরকে (১৪)।
এরপর অবশ্য প্রতিরোধের চেষ্টা করেন ওপেনার রেগিস চাকাবা ও অধিনায়ক শন উইলিয়ামস। তবে তাদের এ জুটি ভাঙেন অভিষেক ওয়ানডে খেলতে নাম আফিফ হোসেন। উইলিয়ামস ফেরেন ব্যক্তিগত ৩০ রানে। এরপর চাকাবাকে (৩৪) বোল্ড করেন তাইজুল ইসলাম। ওয়েসলি মেধেভেরেকে (৪২) নিজের দ্বিতীয় শিকার বানান সাইফউদ্দীন। রান আউট হয়ে ফেরেন উইকেটরক্ষক রিচমন্ড (০)।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
বিডি প্রতিদিন/আরাফাত