জিম্বাবুয়ের ১৭তম খেলোয়াড় হিসেবে একদিনের ক্রিকেটে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন দেশটির ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা।
শুক্রবার সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
২০১৩ সালের ৩ মে দেশের মাটিতে এই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয় সিকান্দার রাজার। একই বছরই টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এরপর দলের অন্যতম খেলোয়াড়ে পরিনত হন তিনি।
এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ১৫ টেস্টে ১০৩৭ রান ও ৩২ উইকেট, ৯৯ ওয়ানডেতে ২৭৪০ রান এবং ৫৯ উইকেট এবং ৩২টি টি-টোয়েন্টিতে ৪০৬ রান ও ১১ উইকেট শিকার করেন ৩৩ বছর বয়সী রাজা।
জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ২২১টি ওয়ানডে খেলেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন গ্র্যান্টের বড় ভাই এন্ড্রি ফ্লাওয়ার। ২১৩টি।
বিডি-প্রতিদিন/মাহবুব