মাশরাফি বিন মর্তুজার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ দারুণ ভাবেই রাঙিয়ে দিলেন তামিম ইকবাল ও লিটন দাশ। বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতো বটেই যেকোনো উইকেটেই রেকর্ড জুটি গড়ে টাইগারদের দাপুটে এক জয় এনে দিলেন এই ওপেনাররা।
নেতৃত্বের শেষ ম্যাচে আবার দেশের হয়ে অধিনায়ক হিসেবে রেকর্ড ৫০তম জয় তুলে নিলেন ম্যাশ। এমন অসংখ্য রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ১২৩ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে গেল জিম্বাবুয়ে। এর মধ্যে দিয়ে শেষ হলো অধিনায়ক মাশরাফির অধ্যায়। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছিল প্রথম ইনিংসের পরই। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে ৪৩ ওভারে ৩২২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এ রান করাই ছিলো জিম্বাবুয়ের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।
সেটিকে আরও কঠিন করে দিয়ে বৃষ্টি আইনে তাদের নতুন লক্ষ্য দেয়া হয় ৪৩ ওভারে ৩৪২ রান। যা তাড়া করতে নেমে কখনওই জয়ের পথে ছিলো না জিম্বাবুয়ে, তারা অলআউট হয়ে যায় মাত্র ২১৮ রানে। বাংলাদেশ জয় পেয়েছে ১২৩ রানের বড় ব্যবধানে।
বিডি প্রতিদিন/হিমেল/শফিক