অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ দারুণ ভাবেই রাঙিয়ে দিলেন তামিম ইকবাল ও লিটন দাশ। বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতো বটেই যেকোনো উইকেটেই রেকর্ড জুটি গড়ে টাইগারদের দাপুটে এক জয় এনে দিলেন এই ওপেনাররা। নেতৃত্বের শেষ ম্যাচে আবার দেশের হয়ে অধিনায়ক হিসেবে রেকর্ড ৫০তম জয় তুলে নিলেন ম্যাশ।
জিম্বাবুয়ের শেষ উইকেটটি যখন শিকার করেন সাইফউদ্দিন তখন বাংলাদেশ দলের সকল খেলোয়াড়ের নজর ছিল মাশরাফি বিন মর্তুজার দিকে। যে যেখানে ফিল্ডিং করছিলেন সেখান থেকে দৌঁড়ে চলে আসেন মাশরাফির কাছে। সকলে হাত মেলাতে থাকেন প্রিয় অধিনায়কের সাথে। পরে তামিম ইকবাল কাঁধে তুলে নেন মাশরাফিকে। অন্যরাও ছিলেন সঙ্গে। চলল মাঠ প্রদক্ষিণ। সবচেয়ে বড় চমক এরপরই। দলের সবার পরনে মাশরাফির নামে জার্সি! মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচের জন্যই বিশেষভাবে তৈরি এই জার্সি। সবার জার্সিতে লেখা ‘মাশরাফি’, তার প্রতীক হয়ে ওঠা নম্বর ‘২।’ জার্সির সামনে লেখা ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন।’ মাশরাফিকে ঘিরে বয়ে গেল আবেগের জোয়ার।
উল্লেখ্য, মাশরাফিই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি কিনা কয়েক প্রজন্মের সঙ্গে খেলেছেন। সাবেক হয়ে যাওয়া আকরাম-মাহমুদ-মাসুদ থেকে শুরু করে শরীফ-আশরাফুল-অলক-আফতাবদের সঙ্গে খেলেছেন। তাদের পরে আসা সাকিব-তামিম-মুশফিকদের সঙ্গে খেলেছেন। বাদ যাননি মিরাজ-সাব্বির-তাসকিনরা। শেষ বেলায় খেলছেন আফিফ-শান্ত-নাঈমদের সঙ্গেও। আর কত দিন তিনি খেলা চালিয়ে যাবেন সেটা সময়ই বলে দেবে। তবে শুক্রবার শেষবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নামলেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।
বিডি-প্রতিদিন/শফিক