মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের খেলা ছেড়ে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে যাচ্ছেন মিচেল স্টার্ক। ফলে শেষ ওয়ানডে ম্যাচে তারকা পেসারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান। রবিবার হিলির দল ভারতীয় দলের মুখোমুখি হচ্ছে।
শনিবার তৃতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পচেস্ট্রুমে খেলতে নামবে অস্ট্রেলিয়ার পুরুষ দল। সেখানে স্টার্কের না থাকা নিয়ে অবশ্য কোনও আপত্তি নেই অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের। ‘‘ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে স্ত্রীকে খেলতে দেখার মতো সুযোগ জীবনে খুব কমই আসে। মিচ সেই সুযোগ পেয়েছে। স্ত্রীকে সমর্থন করার জন্য ওকে দেশে ফেরার ছুটি দিতে পেরে আমরা খুব খুশি,’’ বলেছেন ল্যাঙ্গার।
তিনি আরও যোগ করেছেন, ‘‘তিনটে ফরমেটেই মিচের উপরে কতটা চাপ পড়ছে তা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। কয়েক দিনের জন্য এই যে ও দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে তাতে ও নিজেকে আরও তরতাজা করতে পারবে। এর পরেই আমাদের সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এবং দেশের বাইরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।’’
অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে রয়েছে। স্টার্কের দুই ম্যাচে পারফরম্যান্স ছিল যথাক্রমে ১-৫৩ ও ২-৫৯।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ