আইপিএলের আগে যথাযথ প্রস্তুতি সেরে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শ্রীলঙ্কা সফরের দু’টি টি-২০ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন নাইট তারকা। যদিও বল হাতে তেমন একটা ছাপ ফেলতে পারেননি রাসেল।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩৫ রান করে আউট হন রাসেল। কাকতালীয়ভাবে পাল্লেকেলেতেই সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-২০ ম্যাচেও রাসেল খেলেন ১৪টি বল। এবার তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪০ রানে। ধ্বংসাত্মক ইনিংসে রাসেল ৬টি ছক্কা হাঁকান।
বোলিংয়েও অদ্ভুত একটা মিল চোখে পড়ে রাসেলের দুই ম্যাচের পারফর্ম্যান্সে। প্রথম টি-২০ ম্যাচে রাসেল ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। দ্বিতীয় ম্যাচেও তিনি খরচ করেন ৪ ওভারে ৩৩ রান। এবার অবশ্য কোনও উইকেট তুলতে পারেননি তিনি।
মূলত রাসেলের আগ্রাসী ব্যাটিংয়ের ভর করে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে তারা দুই ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে সিংহলিদের। উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সেদিক থেকে পরবর্তী টি-২০ সিরিজ জিতে মধুর প্রতিশোধ নিল ক্যারিবিয়ানরা।
দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৫৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ৩ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হয়েছেন রাসেল। সিরিজ সেরার পুরস্কারও উঠেছে নাইট তারকার হাতে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ