ঘরের মাঠ স্প্যানিশ লিগ লা লিগায় আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচ শুরু রাত সাড়ে ১১টায়।
রাতের জয়টা বার্সার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ পূর্ণ পয়েন্ট পেলেই কাতালান ক্লাবটা স্বল্প সময়ের জন্য হলেও রিয়াল মাদ্রিদকে হটিয়ে বসতে পারবে টেবিলের চূড়ায়। এ ম্যাচ নিয়ে খুব বেশি ভাবতে হবে না বার্সা কোচ সেতিয়েনকে। কারণ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে শেষ ২১ ম্যাচেই জয় তুলেছে মেসি-স্টেগেনরা।
শেষ ৩২ ম্যাচেই সোসিয়েদাদের জালে বল জড়িয়েছে বার্স। এই সময়ে গোল ওরা মোট ৭৭টা গোল দিয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ