যুব ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে এবার গণসংবর্ধনা দিল নিজ জন্মস্থান নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা।
শনিবার বিকেলে জেলা শহরের মাইজদী শহীদ ভুলূ স্টেডিয়াম মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এ সংবর্ধনায় ইমনের পিতা-মাতা সহপাঠি, আত্মীয় স্বজন সহ দূর দূরান্ত থেকে নানা বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইমনকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়।
এসময়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, অতিরিক্ত পুশি সুপার দীপক জ্যাতি খিসা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. শিহাব উদ্দিন শাহিন, জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার আজিম, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্র ও জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের সিরাজ বাবুলের ছেলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন