৪ এপ্রিল, ২০২০ ০৮:৫৬

ভারতের বিশ্বকাপ জয় নিয়ে রবি শাস্ত্রীর টুইট, যুবরাজের খোঁচা

অনলাইন ডেস্ক

ভারতের বিশ্বকাপ জয় নিয়ে রবি শাস্ত্রীর টুইট, যুবরাজের খোঁচা

২০১১ সালের ২ এপ্রিল বিশ্বকাপ ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ভারত। বৃহস্পতিবার ছিল ভারতের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের নবম বর্ষপূর্তি। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার টুইট করেছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। পাল্টা টুইটে শাস্ত্রীকে একহাত নিলেন যুবরাজ সিং।

২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২৮ বছর পর ভারতকে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএসডি। সেই মুহূর্তে  ধারাভাষ্যকার ছিলেন রবি শাস্ত্রী, যিনি বর্তমানে ভারতীয় দলের কোচ। আর সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও পোস্ট করে শচীন টেন্ডুলকার আর বিরাট কোহলিকে ট্যাগ করেছেন শাস্ত্রী। সেখানে যুবরাজ সিং কিংবা মহেন্দ্র সিং ধোনির নামের কোনও উল্লেখ নেই। আর এটাই মন থেকে মেনে নিতে পারছেন না ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারটি।

তাই তো রবি শাস্ত্রীকে খোঁচা দিয়ে পাল্টা টুইট করে যুবরাজ সিং লেখেন, "ধন্যবাদ সিনিয়র! আপনি আমাকে আর মাহিকেও ট্যাগ করতে পারতেন, আমরাও তো বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলাম।"

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর