প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গণেও। ক্রিকেট-ফুটবলসহ সব ধরণের খেলাধুলা বন্ধ রয়েছে। চারিদিকে ঘুরে বেড়ানো এসব খারাপ খবরের মাঝে সুখবর শোনালেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ফেসবুকে হাসপাতালের বেডের ট্যাগের ছবি পোস্ট করেন মাহমুদউল্লাহ। যাতে তার লেখা ছিল 'মিসেস জান্নাতুল কাওসারের সন্তান'। ক্যাপশনে মাহমুদউল্লাহ লিখেন, 'আলহামদুলিল্লাহ। গত রাতে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান পৃথিবীতে এসেছে। ওর জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি।'
এদিকে, সুখবর আছে সাকিব আল হাসানেরও। দ্বিতীয় কন্যা সন্তান আসছে সাকিব-শিশিরের ঘরে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম