৯ মে, ২০২০ ০৮:৩৩

আমি অসহায় বোধ করেছিলাম, রোহিতকে বললেন ওয়ার্নার

অনলাইন ডেস্ক

আমি অসহায় বোধ করেছিলাম, রোহিতকে বললেন ওয়ার্নার

ফাইল ছবি

আসন্ন অক্টোবরে নির্ধারিত সূচি মেনে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ নিয়ে আশাবাদী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে ১৬টি দলকে একসঙ্গে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেন মারকুটে এই ব্যাটসম্যান।

সম্প্রতি, বিভিন্ন দেশের ক্রিকেট গভর্নিং বডিদের নিয়ে আইসিসি’র বৈঠকে আসন্ন বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হলেও ফলপ্রসূ কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। বিভিন্ন দেশে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক সীমানা বন্ধ রাখার সিদ্ধান্ত বলবৎ রয়েছে বর্তমানে। তাই অক্টোবরে টি২০ বিশ্বকাপের আকাশে অনিশ্চয়তার কালো মেঘ। 

এমন সময় অস্ট্রেলিয়ার বাঁ-হাতি রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে বললেন, ‘যা পরিস্থিতি তাতে বিশ্বকাপ নিয়ে খুব একটা আশার আলো দেখছি না। একইসঙ্গে ১৬টি দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজন কঠিন বলেই মনে হচ্ছে।’

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশ নেওয়ার কথা ভারতের। এরপর বিশ্বকাপ পরবর্তী সময় টেস্ট ও ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে দুই দল। ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়েও দুই তারকা ব্যাটসম্যানের কথা হয় লাইভ সেশনে। 

উল্লেখ্য, ২০১৮-১৯ শেষবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল কোহলির ভারত। কিন্তু স্যান্ডপেপার গেট কান্ডে নির্বাসিত থাকায় ওই সিরিজে অংশ নিতে পারেননি ওয়ার্নার।
 
সেই প্রসঙ্গে বলতে গিয়ে ওয়ার্নার রোহিতকে বলেন, ‘বাইরে থেকে আমার কিছু করার ছিল না। তাই ওই সিরিজটা আমার কাছে খুব যন্ত্রণার ছিল। তবে বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ভারতের পেস অ্যাটাক দারুণ সপ্রতিভ ছিল। ওই সিরিজটা ভারতীয় ক্রিকেটের পক্ষে মনোবল বাড়ানোর জন্য দারুণ বিজ্ঞাপন ছিল। তবে আমি অসহায় বোধ করেছিলাম।’

পাশাপাশি করোনায় কারণে আগামীতে কতদিন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে, ভেবে হতাশা প্রকাশ করেছেন ডেভ। এ প্রসঙ্গে করোনার ঠিক আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রসঙ্গ টেনে ওয়ার্নার বলেছেন, ‘দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা খুব খারাপ অভিজ্ঞতা ছিল। আমরা শুধু ব্যাট বলের সংযোগের প্রতিধ্বনি শুনছিলাম স্টেডিয়ামে। মনে হচ্ছিল যেন প্রস্তুতি ম্যাচ খেলছি।’

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর