নিজ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পর দক্ষিণ আফ্রিকার সাবেক দলনেতা ফাফ ডুপ্লেসিসের কাছ থেকে অধিনায়কত্বের গুরুত্বপূর্ণ টিপস পেলেন তামিম ইকবাল। গতকাল বুধবার রাতে তামিম ইকবালের আমন্ত্রণে ফেসবুক লাইভে এসেছিলেন ডুপ্লেসিস। লাইভ আড্ডায় ডুপ্লেসিসের কাছ থেকে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ টিপস পান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
তামিম জানতে চান, 'তুমি চেন্নাইতে ১০ বছরের মতো খেলছ। তোমার কাছে জানতে চাই, মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে। সে কিভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে, কিভাবে অধিনায়কত্ব করে, আসলে তার সর্ম্পকে বিস্তারিত কিছু ব্যাখ্যা জানাতে চাই।' এসময় ডুপ্লেসিস বলেন, 'আসলে আমি ভাগ্যবান, একদম শুরু থেকে চেন্নাইয়ের হয়ে খেলতে পারছি। এখানে আমি অনেক কিছু শিখেছি। বিশেষ করে আমার অধিনায়কত্ব গুণ বাড়িয়ে নিতে। আমি ভাগ্যবান যে, আমি এখানে ধোনি এবং স্টিফেন ফ্লেমিং থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তারা দুইজনেই অনেক অভিজ্ঞ অধিনায়ক।'
অধিনায়ক হিসেবে ধোনির প্রশংসা করে ডুপ্লেসিস বলেন, 'অধিনায়ক হিসেবে ধোনি সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। অধিনায়করা সবসময় মাঠে, মাঠের বাইরে, টিম মিটিংয়ে প্রচুর কথা বলে। কিন্তু ধোনি এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। সে টিম মিটিংয়ে তেমন কথাই বলে না। আসলে তার নেতৃত্বগুণ প্রখর। ক্রিকেট মস্তিস্ক অসাধারণ। নিজের উপর তার অগাধ বিশ্বাস রয়েছে। যা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ধোনি নিজের খেলা খুব ভালো বুঝে এবং ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে। এটাই তাকে সবার থেকে আলাদা করে ফেলেছে।'
বিডি-প্রতিদিন/শফিক