আবুধাবি টি-টেন ক্রিকেট লীগের অন্যতম দল ‘বাংলা টাইগার্স’র টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেন্ট অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। রবিবার (১৭ মে) তার চুক্তিবদ্ধের খবর নিশ্চিত করেছে বাংলা টাইগার্স কতৃপক্ষ।
আবুধাবি সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগামী ১৯-২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে আবুধাবি টি-১০ ক্রিকেট লীগ। এটি এ টুর্ণামেন্টের ৪র্থ আসর। বাংলাদেশের একমাত্র দল হিসেবে ‘বাংলা টাইগার্স’ এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তৃতীয় আসরে প্রথমবারের মত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাজিমাত করে দলটি। টুর্ণামেন্টের শুরু থেকে দাপটের সাথে খেললেও সেমিফাইনালে দুঃখজনক বিদায়ের পর ৩য় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করে টাইগার্স।
বাংলা টাইগার্সের চেয়ারম্যান ইয়াছিন চৌধুরী বলেন, এবারের আসরেও শক্তিশালী দল গঠন করতে কাজ করে যাচ্ছে বাংলা টাইগার্স। এরই অংশ হিসেবে দলের ব্যবস্থাপনায় যুক্ত হলেন দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং প্রসিদ্ধ কোচ ল্যান্স ক্লুজনার। তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং কোচ হিসেবে অভিজ্ঞতা বাংলা টাইগার্স দলকে সঠিক দিকনির্দেশনা দেবে বলে আমি বিশ্বাস করি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ