চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নাপোলির বিপক্ষে দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)।
২৪ জুলাই ফরাসি কাপের ফাইনালে সেইন্ট এতিয়েনের বিপক্ষে গোড়ালির চোটে পড়েন এমবাপ্পে। এতিয়েনের অধিনায়ক লোইক রেইনার খুব বাজেভাবে ট্যাকেল করেন ২১ বছর বয়সী এমবাপ্পেকে। আঘাতের চোটে মাঠেই মুষড়ে পড়েন এমবাপ্পে। পরবর্তী সময়ে দলের শিরোপা উল্লাসে ক্র্যাচ ভর করে হাঁটতে দেখা যায় ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকাকে।
ম্যাচ শেষে স্ক্যান করা হয় এমবাপ্পের গোড়ালিতে। যেখান দেখা যায়, গোড়ালি মচকানোর কারণে এমবাপ্পের লিগামেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই ন্যূনতম তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পিএসজি যদি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে দলের সঙ্গে দেখা যেতে পারে তাকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ