ফুটবল মৌসুমের সেরা আকর্ষণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। একদিকে প্রথমবার ফাইনাল খেলতে আসা ফরাসি ক্লাব। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কে হবে ইউরোপসেরা ক্লাব? লেবানডস্কি-মুলারদের মুখোমুখি হবেন নেইমার-এমবাপ্পেরা। মৌসুমজুড়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে দুটি দলই।
বায়ার্ন-পিএসজির শক্তি
বায়ার্ন মিউনিখ-
• লেবানডস্কি, মুলার, ন্যাব্রি, ইভান পেরিসিচ। দুর্ধর্ষ ফরোয়ার্ড চতুর্ভূজ নিয়ে হাই প্রেসিং ফুটবলই রণনীতি। তাতে চূর্ণ হয়েছে মেসিদের জাদুও।
• আক্রমণে বৈচিত্র বড় সম্পদ। মাঝখান দিয়ে বাধা দিলে প্রান্ত ধরে ধেয়ে আসবে। বুঝে ওঠাই কঠিন। এ ভাবেই রণতরী সাজান কোচ হান্স ফ্লিক।
• তুরুপের তাস অবশ্যই রবার্ট লেবানডস্কি। চলতি মৌসুমে ৫৫ গোল। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১৫ গোল।
• আর এক প্রধান অস্ত্র থোমাস মুলার। অদৃশ্য স্ট্রাইকার। কখন, কোথায় উদয় হবেন প্রতিপক্ষ ধরতেই পারে না।
• নিঃশব্দে জায়গা নেওয়ায় দুর্দান্ত বায়ার্ন। যা হাড়ে হাড়ে টের পেয়েছে বার্সেলোনা। মুলারকে যে কারণে ধরা কঠিন হয়।
• লেবানডস্কি-মুলারের সঙ্গে থাকছেন ন্যাব্রিও। পায়ে দুরন্ত শট। এক সময় ব্রাত্য তিনিই লিয়ঁর বিরুদ্ধে ম্যাচের নায়ক।
পিএসজি-
• বায়ার্নের প্রেসিং ফুটবল তাদের রক্ষণে অনেক সময় ফাঁক তৈরি করে। নেইমারদের দিয়েই সেই সুযোগ কাজে লাগাতে হবে।
• দুরন্ত এক দ্বৈরথের অপেক্ষা। পিএসজি ফরোয়ার্ড ত্রয়ী (এমবাপ্পে, নেইমার, দি মারিয়া) বনাম অপরীক্ষিত বায়ার্ন ডিফেন্সের।
• এমবাপ্পের গতি তুরুপের তাস হতে পারে। তিনি বিশ্বের দ্রুততম ফুটবলার।
• বায়ার্নের জেহোম বোয়াতেং বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হতে পারেন, কিন্তু স্লথ। উপরে উঠলে নামতে সময় নেন।
• বায়ার্ন অর্ধে ডান দিকে এমবাপ্পে বনাম খিমিচ আর বাঁ-দিকে দি মারিয়া বনাম আলফন্সো ডেভিস খুবই গুরুত্বপূর্ণ দ্বৈরথ।
• নেইমারের স্কিল, ড্রিবল জাদুর উপর ভরসা। একা ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ