উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আর অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলতে আসা ফরাসি ক্লাব পিএসজি।
এই মৌসুমে বায়ার্ন অপ্রতিরোধ্য। টানা দশটি ম্যাচ জিতেছে তারা। বার্সেলোনার মতো দলকে ৮-২ চূর্ণ করেছেন রবার্ট লেবানডস্কি, থোমাস মুলার, স্যাজ ন্যাব্রিরা। চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যেই ১৫টি গোল করে ফেলেছেন লেবানডস্কি। ফাইনালে তাই তাঁদেরই এগিয়ে রাখছেন অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞ। অথচ খেতাবি লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি। যে দলে নেইমার দা সিলভা স্যান্টোস, কিলিয়ান এমবাপ্পে, দি মারিয়ার মতো একঝাঁক তারকা রয়েছেন।
পিএসজি ম্যানেজার থোমাস টুহেলের জন্ম জার্মানিতে। দু’বছর আগে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে নেইমারদের দায়িত্ব নিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে লিসবনে আসার আগেই চোট পান থোমাস। ম্যাচের সময় পায়ে প্লাস্টার বাঁধা অবস্থাতেই রিজার্ভ বেঞ্চে বসছেন। তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে আমার অনুভূতি ব্যাখ্যা করা খুব কঠিন। একটা সময় প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম। এখন দারুণ খুশি।’’ এরপরেই তিনি যোগ করেছেন, ‘‘তবে এখন প্রধান কাজ হচ্ছে মনঃসংযোগ নষ্ট হতে না দেওয়া। আমাদের যাত্রা শেষ হয়নি। ফাইনাল এখনও বাকি। এই পরিস্থিতিতে আমাদের শাস্ত ও চাপমুক্ত থাকতে হবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ