উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রবিবার রাতে জার্মান জায়ান্টরা ১-০ গোলে হারায় ফরাসি ক্লাবটিকে।
পুরো মৌসুম জুড়ে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি লেভানদোভস্কি ছিলেন দুর্দান্ত। ৪৭ ম্যাচে গোল করেছেন ৫৫টি। তার অসাধারণ পারফরম্যান্সে এবার ট্রেবল জিতেছে বায়ার্ন। তিন শিরোপার মধ্যে সবচেয়ে বড় চ্যাম্পিয়নস লিগ। প্রথমবার এ শিরোপা জিতে বেশ আবেগপ্রবণ লেভানদোভস্কি।
ইনস্টাগ্রামে বায়ার্নের সুপারস্টার লিখেন, ‘কখনো স্বপ্ন দেখা বন্ধ করো না। কখনো ব্যর্থ হলেও ভেঙে পড়ো না। লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞ। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ