করোনাভাইরাস মহামারীর কারণে নভেম্বরে অনুষ্ঠেয় নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি স্থগিত করেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজও স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড- সিএ।
চলমান করোনা সংকটের কারণে চলতি বছর বেশ কিছু সিরিজ ও টুর্নামেন্ট স্থগিত করেছে দিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। স্থগিত তালিকায় শুক্রবার যোগ করা হলো আফগানিস্তান টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
তবে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সিএ’র কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/কালাম