২৬ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪৮

অবশেষে জুভেন্টাসে ফিরলেন মোরাতা

অনলাইন ডেস্ক

অবশেষে জুভেন্টাসে ফিরলেন মোরাতা

আতলেতিকো মাদ্রিদ থেকে এক বছরের জন্য ধারে জুভেন্টাসে ফিরেছেন আলভারো মোরাতা। সিরি আ ক্লাবটির জন্য সাড়ে চার কোটি ইউরোতে মোরাতাকে কিনে নেওয়ার কিংবা এক কোটি ইউরোতে আরও এক মৌসুমের জন্য ধারে রেখে দেওয়ার পথ খোলা আছে।

পরিচিতি পর্বে মোরাতা সাংবাদিকদের বলেছেন, ‘ছোটবেলা থেকে জুভেন্টাসের প্রতি আমার টান এবং এখানে ফিরে আসা ছিল আমার জন্য স্বপ্ন। জুভেন্টাস ছাড়াটা আমার ওপর নির্ভর করছিল না। মাদ্রিদে আমি সুখী ছিলাম, কিন্তু এখন আমার জন্য এখানে থাকা গুরুত্বপূর্ণ। দারুণ স্মৃতি ছিল এখানে এবং এখন আমরা একসঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবো।’

সিরি আ ট্রফি জুভেন্টাসের হাতছাড়া হয়নি আট বছর ধরে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের স্বাদ নেওয়া হয়নি ইতালির চ্যাম্পিয়নদের। সেই আক্ষেপ কাটাতে মরিয়া ২৭ বছর বয়সী মোরাতা, ‘জুভেন্টাসের জন্য চ্যাম্পিয়নস লিগ খুব গুরুত্বপূর্ণ। এ বছর যদি আমরা এটা জিতি, তাহলে আমি হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরা এটা জিততে চাই।’

সময়ের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রিয়ালে খেলেছিলেন মোরাতা। এবার ইতালিতেও দুজন সতীর্থ। মোরাতা বলেছেন, ‘আমি ক্রিস্টিয়ানোকে খুব ভালোভাবে চিনি, সে খুশি। আমরা অনেক কথা বলতাম, এমনকি এখানে ফেরার আগে থেকে।’

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই বছর জুভেন্টাসে ছিলেন মোরাতা। সেখানে ৯৩ ম্যাচে ২৭ গোল করেন। পরে রিয়াল মাদ্রিদে চলে যান এবং ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জেতেন এই জুভেন্টাসকে হারিয়ে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর