অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-২০ লিগে মেলবোর্ন স্টার্স দলের স্পিনার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে মাঠে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ মেনে নেওয়ায় এক ম্যাচের জন্য তাকে নির্বাসিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
সিডনি থান্ডারের বিরুদ্ধে খেলার সময় জাম্পা অশ্লীল মন্তব্য করেন। এর ফলেই তাকে নির্বাসিত হতে হল। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী প্রথম স্তরের অপরাধ হওয়ায় নির্বাসন ছাড়াও প্রায় ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে জাম্পাকে। নির্বাসনের ফলে আগামি শনিবার হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে তাকে দলে পাবে না মেলবোর্ন স্টার্স।
৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে আছে মেলবোর্ন স্টার্স। শীর্ষে থাকা সিডনি সিক্সার্সের থেকে ৩ পয়েন্ট কম। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে হোবার্ট হ্যারিকেনস রয়েছে ৩ নম্বরে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ