ইতিহাস গড়ে গ্যাবা টেস্টে জয় তুলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম দিনে ৩২৮ রানের টার্গেটে ব্যাট করে ৩ উইকেট হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।
চতুর্থ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ঋষভ পন্থ, ১৩৮ বলে ৮৯ রান করেন তিনি। ম্যাচের সেরা হয়ে ঋষভ বলেন, ‘‘এটা আমার জীবনে অন্যতম সেরা দিন। আমি যখন প্রথম একাদশে ছিলাম না তখনও দলের সকলের থেকে যে সাহায্য পেয়েছি সেটা অসাধারণ।’’
প্রথম টেস্টে অ্যাডিলেডে লজ্জার হারের পর ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। পন্থ বলেন, ‘‘আমরা প্রথম টেস্টের পর অনুশীলনে জোর দিয়েছিলাম। টিম ম্যানেজমেন্ট সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আমায় ম্যাচ উইনার হিসেবে ম্যাচ জিতিয়ে আসতে বলেছেন। আমি সেটা করতে পেরে আমি খুব খুশি।’’
তবে টেস্টের পঞ্চম দিনে গ্যাবায় অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করা যে সহজ ছিল না তা পরিষ্কার জানান ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান। ‘‘আজ পঞ্চম দিন তাই বল ঘুরছিল। খেলা সহজ ছিল না। আমি ঠিক করেছিলাম আমায় সঠিক শট খেলতে হবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ