২০ জানুয়ারি, ২০২১ ১৬:২২

মিরপুরে অনুচ্চারে ধ্বনিত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

অনলাইন ডেস্ক

মিরপুরে অনুচ্চারে ধ্বনিত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

ছবি: রোহেত রাজীব

অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে আজ। করোনা মহামারীর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নেমেছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

সাধারণ দর্শকদের প্রবেশাধিকার না থাকলেও বিসিবির আমন্ত্রণে কিছু দর্শক ঢুকতে পারার কথা মাঠে। সেই দর্শকেরা মাঠে ঢোকার আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলুন উড়ে। বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ম্যাচের অনুষঙ্গ হয়েছে আরও একটি বিষয়। গত ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর থেকেই বর্ণবাদের প্রতীকী প্রতিবাদ হচ্ছে খেলার মাঠে। মিরপুরেও সেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ অনুচ্চারে ধ্বনিত হলো আজ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডের আগে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা হাঁটু গেড়ে বসে মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে প্রতিবাদ জানান বর্ণবাদের।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর