জেসন মোহাম্মেদ ও এনক্রুমা বনার চেষ্টা করছিলেন জুটি গড়ে তোলার। কিন্তু তাদের প্রচেষ্টা খুব দীর্ঘায়িত হতে দিলেন না সাকিব। আর্ম বলে ফেরালেন জেসনকে।
সাকিবের বলটি টার্ন করবে ভেবে ব্যাট পেতে দিয়েছিলেন জেসন। কিন্তু বল পিচ করে সোজা গিয়ে লাগে তার প্যাডে। বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে সাড়া দিতে খুব একটা সময় লাগেনি আম্পায়ার গাজী সোহেলের।
জেসন রিভিউ নিয়েছিলেন। কাজ হয়নি তাতে, উল্টো হারাতে হয় রিভিউ। ২৬ বরে ১১ করে ফিরলেন জেসন।
এর তিন বল পর বোনারকেও ফেরালেন হাসান।
রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে ৭ উইকেটে ৭২।
বিডি প্রতিদিন/কালাম