ভারতীয় পেসার জাশপ্রীত বুমরার অদ্ভুত বোলিং অ্যাকশন একসময় ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রে ছিল। বুমরার বোলিং অ্যাকশন অবশ্য ব্যাপক হিট। বুমরার বোলিং অ্যাকশন নকল করতে দেখা যায় কমবয়সী ক্রিকেটারদের। এমনকি, এক বৃদ্ধাও বুমরার বোলিং অ্যাকশন নকল করে তাক লাগিয়ে দিয়েছেন। সেই বুমরাকে এবার দেখা গেল সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলেকে নকল করতে।
বিসিসিআই টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছে। সেই সঙ্গে লেখা, আমরা সবাই আগুনে ইয়র্কার আর বাউন্সার দিতেই দেখেছি জাশপ্রীত বুমরাকে। ভারতীয় পেসারকে এবার দেখা গেল অন্য রূপে যে ভাবে আগে কখনও দেখা যায়নি তাকে। বুমরাহ কিংবদন্তি অনিল কুম্বলের বোলিং অ্যাকশন নকল করছেন। প্রায় একই রকম অ্যাকশন দেখা গেল।
অস্ট্রেলিয়া সফরে ভারতের নেটে বোলিং অ্যাকশন নকল করার খেলায় মেতে উঠেছিলেন জাশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা আর পৃথ্বী শ্বাহ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ