২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫৩

অশ্বিনের দরকার ৬ উইকেট

অনলাইন ডেস্ক

অশ্বিনের দরকার ৬ উইকেট

ফাইল ছবি

অস্ট্রেলিয়া পর ভারতের মাটিতেও রবিচন্দন অশ্বিনের বল কথা বলছে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে এই ক্রিকেটার রয়েছেন দুরন্ত ফর্মে। ব্যাটে-বলে বাজিমাত করছেন ভারতীয় দলের অলরাউন্ডার অশ্বিন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। অশ্বিনের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে ৪০০ টেস্ট ক্লাবের সদস্যপদ নেওয়ার। আর মাত্র ৬ উইকেট নিলেই চেন্নাইয়ের বোলারের ঝুলিতে চলে আসবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ৪০০ উইকেট।

৭৬ টি টেস্ট ম্যাচে ২৫.২ গড়ে ও ৫৩.৪ স্ট্রাইক রেটে অশ্বিনের ঝুলিতে এসেছে ৩৯৪টি টেস্ট উইকেট। যে ফর্মে তিনি এই সিরিজে আছেন, তাতে করে মোতেরার স্পিন সহায়ক পিচে ৬টি উইকেট তুলে নিতে খুব একটা পরিশ্রম করতে হবে না অশ্বিনকে। এই অফস্পিনার যদি মোতেরায় এই মাইলস্টোন স্পর্শ করতে পারেন তাহলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় দ্রুততম হিসাবে এই নজির গড়বেন অশ্বিন। মুরালি ৪০০ উইকেট তুলে নিয়েছিলেন ৭২টি টেস্টে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর