চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টি-২০ ম্যাচে ব্যাট হাতে যথাক্রমে ১ ও ৩ রান সংগ্রহ করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার এই পারফরম্যান্সে অনেকেই হতাশ হয়েছিলেন। তবে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন এই অস্ট্রেলিয় তারকা ক্রিকেটার।
এদিন ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তিনি শেষমেশ ৭০ রান করে আউট হন অজি অল-রাউন্ডার। ৩১ বলের ধ্বংসাত্মক ইনিংসে ম্যাক্সওয়েল ৮টি চার ও ৫টি ছক্কা তোলের ব্যাটে। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরিতে পৌঁছনোর পথে জিমি নিশামের এক ওভারের প্রতিটি বলই বাউন্ডারির বাইরে পাঠান ম্যাক্স।
ইনিংসের ১৭তম ওভারে গ্লেন ৪টি চার ও ২টি ছক্কা তোলেন। ৬টি বলে যথাক্রমে ৪, ৬, ৪, ৪, ৪, ৬ রান তিনি সংগ্রহ করেন। ম্যাক্সওয়েল ছাড়াও ম্যাচে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৯ রান সংগ্রহ করেন অ্যারন ফিঞ্চ। আর জোস ফিলিপ করেন ২৭ বলে ৪৩ রান। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৮ রান করে।
বিডি-প্রতিদিন/শফিক