আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। বিতর্কিত ওই ম্যাচটি মাত্র দেড় দিনে শেষ হয়ে গিয়েছিল। ভারত জিতেছে ১০ উইকেটে।
এ নিয়ে সাবেক ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন পিচের মাটি কুপিয়ে বিদ্রুপাত্মক পোস্ট করেছেন। এবার পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারও বিষয়টি চুপ থাকতে পারলেন না।
তিনি বলেছেন, ‘টেস্ট ম্যাচ কি এমন উইকেটে খেলা উচিত? অবশ্যই না। বল এত বেশি বাঁক নিচ্ছে, একটা ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যাচ্ছে, এটা টেস্টের জন্য ভালো কিছু না। মানলাম যে ঘরের মাঠের সুবিধা নিতে হয়। কিন্তু এতো সুবিধা নেওয়া তো বেশি হয়ে যায়। ভারত যদি ৪০০ রান করত আর ইংল্যান্ড ২০০ রান করত, তাহলে বলা যেত ইংল্যান্ড বাজে খেলেছে। কিন্তু এখানে ভারতও তো ১৪৫ রানে অলআউট হয়ে গেছে।’
এরপরেই শোয়েব ভারতকে খোঁচা মেরে বলেন, ‘আমি ভেবেছিলাম ভারত ভালো একটা দল। খেলায় ফেয়ার প্লে থাকা উচিত। ওদের উচিত আরও নিরপেক্ষ উইকেট বানানো।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ