২০৪৮-এর অলিম্পিকের আয়োজন করতে চায় ভারত। সেই লক্ষ্যে প্রস্তুতির কথা বলছে দেশটি। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া আজ মঙ্গলবার বাজেট অধিবেশনে এমনটাই জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
তিনি বলেন, দিল্লিতে অলিম্পিক আয়োজন করা একটা বিরাট স্বপ্ন আমাদের কাছে। সেটা আমি এই বিধানসভায় জানাতে চাই। ৩২ তম অলিম্পিক টোকিওতে অনুষ্ঠিত হবে। আমাদের সরকারের লক্ষ্য খেলাধুলার পরিবেশ ও পরিকাঠামো তৈরি করা, যাতে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করে ৩৯তম অলিম্পিক আয়োজন করার আবেদন করা যায়।
উল্লেখ্য, ১৮৯৭ সালের এথেন্স অলিম্পিক্সের পর আর অলিম্পিক মশাল আসেনি দিল্লিতে। দিল্লিতে এর আগে ১৯৫১ ও ১৯৮২ সালে এশিয়ান গেমস হয়েছিল। এরপর ২০১০ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক