ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়ে দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছেন। অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে টপকে ভারতের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের স্বাদ এনে দিয়েছেন দলকে। কিন্তু রুটদের বিরুদ্ধে ব্যাট হাতে বিরাট কোহলিকে পরিচিত ছন্দে দেখা যায়নি। আজ শুক্রবার থেকে শুরু হতে চলা টি-২০ সিরিজে তাই উইলো হাতে ফর্মে ফিরতে মরিয়া ভারত অধিনায়ক।
এমনিতেই ভারতের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপের ড্রেস রিহার্সাল বলে বিবেচিত হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ। একইসঙ্গে ভারত অধিনায়কের জন্য টি-২০ সিরিজে অপেক্ষা করে রয়েছে এক বিরাট মাইলস্টোন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে আর ৭২ রান করতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন বিরাট। আর এই মাইলস্টোন ছুঁতে পারলে প্রথম আন্তর্জাতিক ব্যাটসম্যান হিসেবে তিনটি ফর্ম্যাটেই ৩০০০ রানের মালিক হবেন ভারত অধিনায়ক।
এখানেই শেষ নয়। ব্যাট হাতে আর মাত্র ১৭ রান করলে আরও একটি নজির অপেক্ষা করছে বিরাটের জন্য। রিকি পন্টিং এবং গ্রাহেম স্মিথের পর তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের নজির স্পর্শ করবেন বিরাট। তবে একা বিরাট নন, বেশ কিছু নজির অপেক্ষা করে রয়েছে কোহলির ডেপুটি রোহিত শর্মার জন্যেও।
টি-টোয়েন্টিতে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করার হিসাবে কিছুটা পিছিয়ে থাকলেও রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টপকে যেতে পারেন সর্বাধিক টি-টোয়েন্টিতে রান সংগ্রহের হিসাবে দ্বিতীয়স্থানে থাকা মার্টিন গাপটিলকে। সেক্ষেত্রে রোহিত শর্মার চাই আর ৬৭ রান। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখেও কিউয়ি ওপেনারকে ছাপিয়ে যেতে পারেন ভারতীয়। মার্টিন গাপটিলের সর্বাধিক ১৩৯টি ছক্কার রেকর্ড পার হতে রোহিতের প্রয়োজন আর ১৩টি ছক্কা।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ওপেনে রোহিতের সঙ্গী হিসেবে অধিনায়ক কোহলির প্রথম পছন্দ লোকেশ রাহুল। সিরিজ শুরুর আগেরদিন গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) কোহলি বলেছেন, রোহিত খেললে কেএলই খেলবে এটা ভীষণ স্বাভাবিক। ওরা দু’জন ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছে। যদি এদের দু’জনের মধ্যে কেউ বিশ্রাম নেয় তাহলে শিখর তৃতীয় ওপেনার হিসেবে সুযোগ পাবে। তবে শুরু করবে রোহিত-রাহুল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত