ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন শাহাদাত হোসেন দীপু। রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি খেলেছেন ১০৮ রানের দারুণ এক ইনিংস। রাজশাহীতে জাতীয় লিগে অভিষেক ইনিংসে শাহাদাত খেলেছেন ২৫৬ বল। সেঞ্চুরির পথে মেরেছেন ১১টি চার, ২ ছক্কা।
আগের দিন ৮৮ রানে অপরাজিত ছিলেন শাহাদাত। মঙ্গলবার চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ২২ গজে নেমেই তুলে নেন ফ্লার্স্ট ক্লাসে প্রথম সেঞ্চুরি।
৭ উইকেটে ২৫৬ রান নিয়ে দিন শুরু করেছিল চট্টগ্রাম। শাহাদাতের সেঞ্চুরির পরও তিনশর আগেই গুটিয়ে গেছে তারা। দলটির প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮৭ রানে। ৪ উইকেট নিয়েছেন রাজশাহীর পেসার ফরহাদ রেজা।
বিডি প্রতিদিন/ফারজানা