ভারতের জাতীয় দলের হয়ে অভিষেকেই দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন ক্রুণাল পাণ্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে পঞ্চাশ রানের ইনিংস খেললেন কেএল রাহুলও। মাত্র ২ রানের জন্য় সেঞ্চুরি হাতছাড়া হল শিখর ধাওয়ানের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। জয় এল ৬৬ রানের।
নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন বিরাটরা। কিন্তু দু'টি সিরিজেই হারতে হয়েছিল প্রথম ম্যাচে। কিন্ত একদিনের সিরিজে ছবিটা বদলে গেল। ব্যাট-বলে ইংল্যান্ডকে ধরাশায়ী করে প্রথম ম্যাচেই সহজ জয় ছিনিয়ে নিল ভারত।
এদিন, টসে জিতে যথারীতি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটাও কিন্তু ভালোই হয়েছিল। প্রথমে রোহিত শর্মা, তারপর বিরাট কোহলি আউট হন। ক্রিজে বেশি থাকতে পারেননি শ্রেয়াস আইয়ারও। মোক্ষম সময়ে দলের হাল ধরেন কেএল রাহুল। যিনি দীর্ঘদিন রান পাননি। তাকে যোগ্য সঙ্গত দেন এই ম্যাচে অভিষেক হওয়া ক্রুণাল পাণ্ডিয়া। হাফ-সেঞ্চুরি করেন দু'জনেই।
তবে অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েন হার্দিক পাণ্ডিয়ার বড় ভাই। মাত্র ৩১ বলে দু’টি ছয় ও সাতটি চারের সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন ক্রুনাল। আর ৪৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন রাহুল। চারটি চার ও চারটি ছয় হাঁকান তিনি। তবে মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরি করে অভিষেকে দ্রুততম পঞ্চাশ রানের রেকর্ড গড়েন ক্রুনাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত