বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৪তম জন্মদিন আজ। এমন দিনে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টাইগার তারকার দীর্ঘায়ু কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা।
ভক্ত-সমর্থকদের পাশাপাশি সতীর্থরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিবকে। জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব ভাই।’
বাংলাদেশের সাবেক অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন দেশের আরেক আলোচিত ক্রিকেটার জাহানারা আলম। দেশের নারী দলের এই তারকা নিজের ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমাদের কিংবদন্তি সাকিব আল হাসান ভাইয়া। আল্লাহ আপনাকে আরও সফলতা ও সুস্বাস্থ্য দিক।’
ধীরে ধীরে নিজেকে বিশ্বসেরা ও কিংবদন্তিদের কাতারে নিয়ে যাওয়া সাকিবের আজ বুধবার (২৪ মার্চ) জন্মদিন। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ