বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগে যোগ দিয়েছেন। সংগঠনের সভাপতি সমীর চন্দ্র চন্দকে একটি ক্যাপ তুলে দিয়ে আজ বুধবার কৃষকলীগে যোগদান করেন তিনি।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে সমীর চন্দ্র বণিক বলেন, ‘দেশের কৃষকদের সেবার করার ব্রত নিয়ে তিনি দলে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। খুব শিগগিরই দলীয় অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়ভাবে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।’
উল্লেখ্য, গাইবান্ধায় জন্ম নেয়া শারমিন আক্তার সুপ্তা ২০১২ সালের ২৮ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে অভিষেক ঘটে। ২৫ বছর বয়সী সুপ্তা এখন পর্যন্ত লাল সবুজের হয়ে ২২টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সুপ্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সবশেষ কমিটিতেও ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক