জমে উঠেছে আইপিএলের মহাযজ্ঞ। অথচ ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার প্রতিদিনই বারছে। ভারতে যখন মৃত্যুমিছিল, ভারতজুড়ে অক্সিজেনের আকাল, এমন সময় আইপিএল নামক কোটিপতি লিগের যৌক্তিকতা কতোটা। এমনই প্রশ্ন চর্চার শিরনামে। ভারতের এমন দুর্বিসহ পরিস্থিতির মধ্যে অবিলম্বে আইপিএল বন্ধেরও দাবি উঠেছে বিভিন্ন মহলে।
এবার সেই দাবিকে সমর্থন জানিয়ে সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন সাবেক অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পরিস্থিতি আঁচ করেও আইপিএলের সঙ্গে যুক্ত থাকা সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক কিংবা বিশেষজ্ঞরা যখন প্রশ্ন তুলতে অপারগ, ঠিক সেই সময় এই সাবেক অজি ক্রিকেটারের প্রশ্ন তোলা যুক্তিসঙ্গত বৈকি।
টুইটারে গিলক্রিস্ট লেখেন, ‘যে হারে কোভিড-১৯ সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে ভারতবর্ষের জন্য আমার শুভেচ্ছা রইল। এর মধ্যে সেখানে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। এটা কী যথাযথ? নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক মানুষের দৃষ্টি ঘোরানোর প্রয়োজন রয়েছে? আপনাদের মত যাই হোক, আমার প্রার্থনা আপনাদের সঙ্গে রয়েছে।’
গিলক্রিস্টের বক্তব্যে পরিষ্কার যে তিনি পুরোপুরি বিরোধীতায় সরব না হলেও কৌশলে বুঝিয়ে দিয়েছেন এই অবস্থায় আইপিএলের স্বপক্ষে খুব একটা নন। আসলে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভারতের মাটিতে আইপিএলের বিরোধীতা করেছেন গিলক্রিস্ট। আসলে তিনি ভারতের মানুষের কাছেই প্রশ্ন রেখে ছেড়ে দিয়েছেন বিষয়টি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির