বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা একটি সুযোগও দেননি, এমন নয়। তৃতীয় সেসনে দিমুথ কারুণারত্নে একটি সুযোগ দিয়েছিলেন। কিন্তু লিটন দাস ক্যাচটি নিতে পারেননি। তাসকিনের বল কারুণারত্নের ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল, লিটন ঝাপিয়েও ধরতে পারেননি। ক্যাচ মিস আবার লঙ্কান অধিনায়কের জন্য আশীর্বাদ বয়ে আনে। জীবন পেয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন কারুণারত্নে। দিন শেষে লঙ্কান অধিনায়ক অপরাজিত ছিলেন ২৩৪ রানে।
অধিনায়কের সঙ্গে ১৫৪ রানে অপরাজিত ছিলেন ধনাঞ্জয়া ডি সিলভাও। দুই স্বাগতিক ব্যাটসম্যান আকাশসম দৃঢ়তায় ব্যাটিং করে পার করেছেন পুরো দিন। তাদের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৫১২ রান। দিন শেষে বাংলাদেশ থেকে পিছিয়ে ছিল মাত্র ২৯ রান।
পঞ্চম ও শেষ দিন খেলা শুরুর ষষ্ঠ ওভারে বাংলাদেশের ৫৪১ রান টপকে যায় শ্রীলঙ্কা। তবে পঞ্চম দিনের শুরুতেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। চতুর্থ দিনের অপরাজিত ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করে ফেরান সাজঘরে। তাসকিনের আউট সাইড অফের বল ব্যাট ছুঁয়ে লাগে সিলভ্যার স্টাম্পে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৯১ বলে ২২ চারে ১৬৬ রান।
সেঞ্চুরিয়ান সিলভাকে পরাস্ত করার পর তাসকিন আহমেদ সাজঘরে ফেরান ডাবল সেঞ্চুরিয়ান দিমুথ করুণারত্নকে। করুণারত্নকে শর্ট বলে মিডউইকেটে পুল করতে চেয়েছিলেন, কিন্তু ধরা পড়ে যান ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। তার ব্যাট থেকে আসে ৪৩৭ বলে ২৪৪ রান। তিনি ব্যাটিং করেন ৬৯৮ মিনিট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির