বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বায়োবাবলস নিশ্চিত না করা পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে না। করোনাভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ডোজের টিকা নিয়ে পাপন জানান, জাতীয় দলে নতুনদের পারফরমেন্স সন্তোষজনক।
শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১৫ই ফেব্রুয়ারি নিয়েছিলেন করোনার প্রথম ডোজ।
লঙ্কা সফরে টাইগারদের প্রথম টেস্টের প্রথম তিন দিনের পারফরমেন্স মূল্যায়নে পাপন বলেন, ধারাবাহিক হওয়াটাই জাতীয় দলের এখন মূল চ্যালেঞ্জ। তরুণরা ধারাবাহিক হতে পারলে সেরা পাঁচ দল হিসেবে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ