আসামির কাঠগড়ায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। চিপকের মন্থর পিচের কঠোর সমালোচনা করলেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস ও সাবেক অজি কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি।
গত শুক্রবার (২৩ এপ্রিল) চিপকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পাঞ্জাব কিংসের ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করে মুম্বাই মাত্র ১৩১ রান তুলতে পেরেছিল। জবাবে পাঞ্জাব জিতে যায় ৯ উইকেটে।
আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রাজস্থান রয়্যালসের বেন স্টোকস। মাত্র একটি ম্যাচই খেলেছেন তিনি। কিন্তু দেশে ফিরে গিয়েও তাঁর চোখ আছে আইপিএলে। নিয়মিত খেলার খোঁজখবর রাখেন তিনি। স্টোকস চেন্নাইয়ের পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন টুইটারে।
তিনি লিখলেন, "আশা করি আইপিএল আরও যত এগুবে পিচ তত খারাপ হবে না। কম করে ১৬০-১৭০ রান ওঠার জায়গায় উঠছে ১৩০-১৪০। কারণ এই উইকেট আবর্জনা।"
অন্যদিকে, ব্রেট লি বলছেন, "আমি এই ক্রিকেট উইকেট দেখে আঁতকে উঠেছি। সত্যি বলতে একজন ব্যাটসম্যানের পক্ষে ছন্দ খুঁজে পাওয়া খুবই কঠিন। এমনকি বোলারদের জন্যও একই অবস্থা। বল সুইং করছে না৷ এটা কোনও ভাবেই ভাল উইকেট নয়।"
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির